Class-3 Bengali First-Unit-Test Question-2023

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-3 Bengali First-Unit-Test Question-2023

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন- ২০২৩
তৃতীয় শ্রেণী
বিষয়: বাংলা
সাজেশন ২০২৩
১. সঠিক উত্তরটির নীচে দাগ দাও:

(ক) বুড়ো চাষির ছেলে ছিল- ( পরিশ্রমী / অলস / নির্লোভী )
(খ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাষির ছেলে জমি খুঁড়েছিল- ( তিন বিঘা / চার বিঘা / পাঁচ বিঘা )
(গ) বউ হাট থেকে কিনে এনেছিল- ( ধানের বীজ / গমের বীজ / সরষের বীজ )
(ঘ) কুলি ডাক্তারবাবুর ব্যাগ তুলে দিয়েছিল- ( গাড়িতে / রিক্সায় / পালকিতে )

উত্তর: (ক) অলস (খ) পাঁচ বিঘা (গ) ধানের বীজ (ঘ) পালকিতে

২. শূন্যস্থান পূরণ করো:

(ক) ‘অঘ্রান’ মাসটির পুরো নাম ______________

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

(খ) চাষির ছেলের বউ ছিল খুব ________________

(গ) ডাক্তারবাবু নামলেন _____________________ রেল স্টেশনে।

উত্তর: (ক) অগ্রহায়ন (খ) বুদ্ধিমতী (গ) কারমাটার

৩. একটি বাক্যে উত্তর দাও:

(ক) ‘সত্যি সোনা’ গল্পে বুড়ো চাষি কোন কথাটা তাঁর ছেলেকে বলে যাননি?
উত্তর: সত্যি সোনা গল্পে জমিতে সোনা কোথায় পোঁতা আছে সেই কথাটা বুড়ো চাষি তাঁর ছেলেকে বলে যাননি।

(খ) ধান গাছ থেকে কী কী জিনিস আমরা পাই?
উত্তর: ধান গাছ থেকে আমরা ধান, খড় বা বিচুলি পাই।

(গ) ডাক্তারবাবুর দিতে যাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন?
উত্তর: কুলিটি আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাগটি নিয়ে ডাক্তারবাবু বিপদে পড়ায় তিনি কেবল তাকে সাহায্য করেছিলেন, তাই তিনি পয়সা নিলেন না।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

(ঘ) গভীর জঙ্গলে সারারাত ফুলপরিরা কী করে?
উত্তর: গভীর জঙ্গলে ফুলপরিরা হাত ধরাধরি করে নাচ করে।

(ঙ) ‘দেওয়ালের ছবি’ গল্পে শিকারির বাড়িটি কোথায়?
উত্তর: ‘দেওয়ালের ছবি’ গল্পে শিকারির বাড়িটি বনের ধারে এক গাঁয়ে বা গ্রামে।

৪. বর্ণ বিশ্লেষণ করো:
(ক) চম্পট (খ) চমৎকার (গ) অনেকক্ষণ

উত্তর:
(ক) চম্পট = চ + অ + ম + প + অ + ট
(খ) চমৎকার = চ + অ + ম + অ + ত + ক + আ + র + অ
(গ) অনেকক্ষণ = অ + ন + এ + ক + ক + ষ + অ + ণ

৫. শব্দার্থ লেখো:
(ক) প্রতিজ্ঞা (খ) নিশ্চিন্ত

উত্তর:
(ক) প্রতিজ্ঞা = শপথ
(খ) নিশ্চিন্ত = চিন্তাহীন

৬. বিপরীত শব্দ লেখো:
(ক) সুগন্ধ (খ) সম্মান

উত্তর:
(ক) সুগন্ধ = দুর্গন্ধ
(খ) সম্মান = অসম্মান

৭. বাক্য রচনা করো:
(ক) দিবারাত্রি (খ) রেলস্টেশন

উত্তর:
(ক) দিবারাত্রি = লোকটি দিবারাত্রি পরিশ্রম করে চলেছে।
(খ) রেলস্টেশন = গতকাল ট্রেনের জন্য আমরা রেলস্টেশনে এক-ঘন্টা অপেক্ষা করেছিলাম।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Class 3 First Unit Test Bengali Question Paper Class 3 First Unit Test Bengali Suggestion Class 3 1st Unit Test Bengali Question Paper

WBBSE Class 3 Model Question Paper Unit Test Question Paper Bengali Class III Bengali First Unit Test Question Paper pdf Download

Official Website: Click Here

তৃতীয় শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

Class-3 Bengali First-Unit-Test Question-2023

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণী বিষয়: বাংলা সাজেশন ২০২৩

Class-3 Bengali First-Unit-Test Question-2023

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply