Class 10 Model Activity Task Life Science
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
Class 10 Model Activity Task Life Science 2021 1st Series
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:
১.১ উদ্ভিদের পর্বমধ্যের দীর্ঘ বৃদ্ধি ঘটাতে সাহায্য করে-
উত্তর: (খ) জিব্বেরেলিন।
১.২ নীচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো-
উত্তর: (খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া।
১.৩ নীচের যে জোড়াটি সঠিক তা স্থির করো-
উত্তর: (ঘ) ADH – বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো।
২. নীচের বাক্যগুলির শুন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও:
২.১ ডাবের জলে __________________ হরমোন থাকে।
উত্তর: সাইটোকাইনিন।
২.২ পায়রার একটি ডানায় __________________ টি রেমিজেস নামক পালক থাকে।
উত্তর: ২৩ টি।
২.৩ RNA-তে থাইমিনের পরিবর্তে__________________থাকে।
উত্তর: ইউরাসিল।
৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৩.১ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো-
নালির উপস্থিতি ও অনুপস্থিতি
ক্ষরিত পদার্থ
উত্তর:
বৈশিষ্ট্য | অন্তঃক্ষরা গ্রন্থি | বহিঃক্ষরা গ্রন্থি |
নালির উপস্থিতি ও অনুপস্থিতি | নালী অনুপস্থিত | নালী উপস্থিত |
ক্ষরিত পদার্থ | এই গ্রন্থি প্রধানত হরমোন ক্ষরণ করে। | এই গ্রন্থি পাচকরস, ঘর্ম, সিবাম প্রভৃতি পদার্থ ক্ষরণ করে। |
৩.২ মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো।
উত্তর: মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হল প্রোফেজ দশা।
এই দশায় নিউক্লিয়াসের নিম্নলিখিত পরিবর্তন ঘটে-
(i) এই দশার প্রথমে নিউক্লিয়াসটির আকার ও আয়তন বৃদ্ধি পায়।
(ii) জল বিয়োজনের ফলে নিউক্লিওজালিকা খুলে গিয়ে লম্বা সুতোর মতো নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয়।
(iii) প্রোফেজ দশার শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লীয় পর্দার অবলুপ্তি ঘটে।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও:
৪.১ প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো:
(ক) ক্রোমাটিড (খ) মেরু অঞ্চল (গ) সেন্ট্রোমিয়ার (ঘ) বেমতন্তু
উত্তর:
1. You may also like: Class 10 Model Activity Task 2021 All Subjects
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
3. You may also like: Class 6 Model Activity Task 2021 History
4. You may also like: Class 7 Model Activity Task English 2021
Official Website: Click Here