হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন?
নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু ১৮৬৭ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: হিন্দু মেলা টীকা লেখো।
উত্তর:
বাঙালির সামাজিক সাংস্কৃতিক ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে হিন্দু মেলার গুরুত্ব অপরিসীম।
◍ হিন্দু মেলার প্রতিষ্ঠাতা:
নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু ১৮৬৭ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন।
◍ হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল?
হিন্দু মেলার উদ্দেশ্য গুলি হল-
(১) হিন্দুদের ঐক্যবদ্ধ করা
(২) আত্মনির্ভর ভারত গড়ে তোলা
(৩) হস্তশিল্প ও সাহিত্য চর্চায় উৎসাহ দান করা
(৪) হীনমন্যতা দূর করে শরীর চর্চায় উৎসাহ দান করা
◍ অবদান:
(১) বাংলা ভাষায় শ্রেষ্ঠ রচনা জন্য পুরস্কারের ব্যবস্থা সাহিত্যক্ষেত্রে উদ্দীপনার সৃষ্টি করে।
(২) ‘মিলে সব ভারত সন্তান’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হতো। এই গান জাতীয় সংগীত এর মতো দেশাত্মবোধ জাগিয়ে তোলে।
(৩) হাতে তৈরি জিনিসপত্রের মধ্য দিয়ে উৎসাহ বৃদ্ধি করা হয়।
(৪) মেলার কার্যকলাপ ন্যাশনাল পেপারের মাধ্যমে জাতীয়তাবাদের কথা প্রচার করতো।
👉 ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল: Click Here
Keyword:
হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন | হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল | হিন্দু মেলার অপর নাম কি | কে কবে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন
হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়?
হিন্দু মেলা ১৮৬৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।