প্রশ্ন: মহারানীর ঘোষণাপত্র কী?
উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ দমনের পর ১৮৫৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে একটি ঘোষণাপত্র জারি করা হয়।
☛ মহারানীর ঘোষণাপত্র:
এলাহাবাদের এক দরবারে লর্ড ক্যানিং এই ঘোষণাপত্রটি পেশ করেন-
(১) স্বত্ববিলোপ নীতির অবসান হবে।
(২) যোগ্যতা অনুসারে ভারতীয়রা সরকারি পদে নিযুক্ত হতে পারবে।
(৩) ইংরেজরা আর রাজ্য বিস্তার করবে না।
(৪) সরকার ভারতীয়দের ধর্ম সামাজিক রাজনীতিতে হস্তক্ষেপ করবে না।
ঘোষণাপত্রটি আপাত দৃষ্টিতে উদার প্রকৃতির মনে হলেও বাস্তবে তা ছিল না।
You may also like:
1. ইলবার্ট বিল কী? ইলবার্ট বিলের স্বপক্ষে ভারতসভার আন্দোলন উল্লেখ করো।
2. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল?