প্রশ্ন: মন্থকূপ বা পটহোল কাকে বলে?
উত্তর: নদীর প্রবল গতির ফলে যখন কোন বড় পাথর নদীর পথ বেয়ে নীচে নামে তখন সেই পাথরটার সঙ্গে নদী খাতের সংঘর্ষের ফলে নদীর মাঝে গোলাকার গর্তের সৃষ্টি হয় এবং তারপর এই গর্তের তুলনামূলক ছোটো পাথর ওই গর্তে প্রবেশ করে ও জলচক্রের আকারে ঘুরতে থাকে। একেই মন্থকূপ বা পটহোল বলে।
◍ বৈশিষ্ট্য:
(i) নদীর প্রবল গতি ও পাথরের দ্বারা সৃষ্ট।
(ii) এর ফলে বড় গর্তের সৃষ্টি হয়।
◍ উদাহরণ:
দক্ষিণ আফ্রিকার ব্লাইড নদী খাতে অনেকগুলি মন্থকূপের সৃষ্টি হয়েছে।
Keywords: মন্থকূপ কিভাবে সৃষ্টি হয় | মন্থকূপ সৃষ্টি হয় কোথায় | মন্থকূপ নদীর কোন গতিতে দেখা যায় | মন্থকূপ এর উদাহরণ | মন্থকূপ কাকে বলে
You may also like:
1. ইলবার্ট বিল কী? ইলবার্ট বিলের স্বপক্ষে ভারতসভার আন্দোলন উল্লেখ করো।
2. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল?