বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য আলোচনা কর।
উত্তর: গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের কৃষকরা 1928 খ্রিস্টাব্দ নাগাদ এক শক্তিশালী সত্যাগ্রহ আন্দোলন শুরু করে যা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। সরদার বল্লভ ভাই প্যাটেল এদের সংগঠিত করে সত্যাগ্রহ আদর্শে উদ্বুদ্ধ করেন।
বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য:-
১. সর্বভারতীয় রূপলাভ:
বারদৌলি সত্যাগ্রহ একটি আঞ্চলিক ঘটনা হলেও ইয়ং ইন্ডিয়া, নবজীবন ও অন্যান্য পত্রিকার মাধ্যমে এর খবর প্রকাশিত হতে থাকে। ফলে এই সত্যাগ্রহ আন্দোলনটি সর্বভারতীয় ক্ষেত্রে প্রচার লাভ করে।
২. রাজস্বের হার হ্রাস:
সরকার রাজস্ব হার কমালে আন্দোলন সফল হয়। এই ঘটনা সারা ভারতের কৃষক আন্দোলনের উপর গভীর প্রভাব বিস্তার করে।
৩. নতুন আশার সঞ্চার:
বারদৌলি সত্যাগ্রহ অসহযোগ আন্দোলনের ব্যর্থতা ভুলতে দেশবাসীকে সাহায্য করে।
৪. জনসমর্থন লাভ:
বারদৌলি সত্যাগ্রহ ছিল অহিংস এবং তা ব্যাপক গণসমর্থন পেয়েছিল। গান্ধীজীর সত্যাগ্রহ আদর্শের সফল প্রয়োগ হওয়ায় গান্ধীজী, অহিংসবাদী সর্বভারতীয় নেতায় পরিণত হন।
৫. কংগ্রেসের জনপ্রিয়তা বৃদ্ধি:
বারদৌলি সত্যাগ্রহের ফলে কৃষক সমাজে কংগ্রেসের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পায়।
মূল্যায়ন:
সত্যাগ্রহ পদ্ধতিতে সংগঠিত বারদৌলি সত্যাগ্রহ কৃষকদেরকে সংগঠিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। গান্ধীজীর সত্যাগ্রহ নীতি এখানে আরো একবার সফল বলে প্রমাণিত হয়।
F.A.Q
বারদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল?
উত্তর: ১৯২৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে।
বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল?
উত্তর: বারদৌলি সত্যাগ্রহ গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে ১৩ টি স্থানে ঘটেছিল।
বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন?
উত্তর: বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন সর্দার বল্লভ ভাই প্যাটেল।