জাতীয়তাবাদী ইতিহাস চর্চা বলতে কী বোঝো? জাতীয়তাবাদী ইতিহাস চর্চার দুটি বৈশিষ্ট্য লেখো।
জাতীয়তাবাদী ইতিহাস চর্চা বলতে বোঝায় স্বদেশ ও স্বজাতির ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব প্রদান করে ইতিহাস রচনা করা।
বৈশিষ্ট্য:-
১. এই ইতিহাসে কেবল একটি দেশ ও জনগণের কথা আলোচিত হয়।
২. দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে বেশি গুরুত্ব দেওয়া হয় । যদুনাথ সরকার, তারাচাঁদ, রমেশচন্দ্র মজুমদার প্রমুখ ছিলেন বিখ্যাত জাতীয়তাবাদী ঐতিহাসিক।
👉 ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল: Click Here
ভারতের দুজন জাতীয়তাবাদী ইতিহাস চর্চার প্রবক্তার নাম